আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
আমি সব কাজ করতে পারি
শুধু কেউ খাবার সময় পাশে বসে
একবার জিজ্ঞেশ করুক
জল লাগবে কিনা!!!!!
আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
কেউ শুধু একবার এসে বলুক
তোমার চোখে জল কেন?????
আমি বলিনি আমাকে আচল দিয়ে
চোখের জল মুছে দিতে হবে
আমি শুধু বলি
কেউ এসে একবার বলুক
আর কেদোনা ……
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন