বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

খুঁজবে আর সেদিন

সে নতুন কাউকে
পেয়েছে বলে মুক্তি
চেয়েছে,
তাই আমিইও মুক্তি দিলাম
তাকে,
আর আমি নিজেকে
কষ্টের
বন্ধনে বন্দি করে নিলাম,
জানিনা নতুন
সে তাকে কতটুকু
ভালবাসবে,
তবে সে একদিন আমার
ভালোবাসার
অভাব অনুভব
করবে এবং আমায়
খুঁজবে আর সেদিন
আমি থাকবোনা
হারিয়ে যাবো চিরতরে.........!      israt mahfuz (~_~)

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও। আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও!!নিঃস্বার্থ হয়ে জগতের কাছে ভালো থাকা যায়। কিন্তু নিজে ভালো থাকাযায় না।হয়তো সবাই তোমার প্রশংসা করেবলবে,তুমি ভালো,তুমি সবার জন্য স্যাক্রিফাইস করে যাবা,সবার মুখে হাসি ফুটায়ে যাবা, সবার দুঃখে পাশে থাকবা, কিন্তু দিন শেষে,যে যার মত সুখ খুঁজে নিবে,একা তুমিই পড়ে থাকবা।কারণ তুমিনিঃস্বার্থ!! স্বার্থপর মানুষই তাই ভালো থাকে।জগৎ তাকে ভালো বলেনা,তাতে তার কিছু যায় আসে না,সে সুখেইথাকে,ঘুরে ঘুরে সে একজন নিঃস্বার্থ মানুষের দেখাপায়,তার কাছ থেকে সে সুখ কুড়ায়, তারপরচলে যায় অন্য কারো কাছে সুখের সন্ধানে।তার সুখ কুড়ানো চলতেথাকে!! স্বার্থপর মানুষগুলোকে রাগ করেধুরন্ধর বলে ডাকা হয়। নিঃস্বার্থ মানুষগুলোকেআদর করে বোকা বলে ডাকা হয়।পৃথিবীর সব কষ্ট,শূন্যতা আর একাকীত্ব নামের অনুভূতিগুলো বোকাদের জন্যই বরাদ্দ।বোকারা এগুলো প্রথমে নিতে চায় না।তাও এগুলো তাদের জোর করে গছিয়ে দেয়া হয়।এগুলোই তাদের উপহার নিঃস্বার্থ হওয়ার উপহার।উপহার ফেরত দিতে হয় না, উপহার ফেরত দেয়া যায় না।
                    Israt Mahfuz

শুক্রবার, ২০ মার্চ, ২০১৫

১ পুির্নমা রাতে চাঁদকে দেখে ভালোবেসে ছিলামকিনতু জানতামনা জে আমার সেই ভালবাসার চাঁদসকালে ডুবে জাবেতাই ভালবাসাকে আকড়ে দরেরাখার জন্যতার উপর বিশ্যাস রাখতে হবেচাঁদ হয়তবা আমার ওপর বিশ্যাস রাখতে পারেনিতাই সে ডুবে গেছেআমি কিনতু ওকে বিশ্যাস করে ভালোবেসেছিলাম
         israt mahfuz

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

প্রেমের বাত্তি

মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইলনা সে আমার
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইলনা সে আমার।
প্রেমে সৃষ্টি জগত সংসার
সৃষ্টি আদম হাওয়া
সেই প্রেমেরই দেখা পাইলে
হইত সবি পাওয়া
প্রেমে সৃষ্টি জগত সংসার
সৃষ্টি আদম হাওয়া
সেই প্রেমেরই দেখা পাইলে
হইত সবি পাওয়া রে
হইত সবি পাওয়া
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইলনা সে আমার।
প্রেমে সর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা মরা
প্রেম কইরনা দেহের সঙ্গে
আত্মার সঙ্গে ছাড়া
প্রেমে সর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা মরা
প্রেম কইরনা দেহের সঙ্গে
আত্মার সঙ্গে ছাড়া রে
আত্মার সঙ্গে ছাড়া
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইলনা সে আমার
এই জীবনে চাইলাম যারে
হইলনা সে আমার।

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

আমি কাউকে ভালবাসতেই পারো।আমার
মনে হয় এটা আমার অধিকার।
.
কিন্তু আমি তাকে ভালবাস
বলে,তাকে আমার পেতেই হবে,
তাকে আমার চাই ই চাই, কিন্তু
সে যদি আমার একটু ও পছন্দ না করে!
.
তাহলে তাকে ভালবাসার নামে বিরক্ত
করার কোন অধিকার আমার নেই।
.
যতটুকো সম্ভব শাধিনতার
মধ্যে থেকে,ভদ্রতা বজায়
রেখে তাকে বোঝানোর চেষ্টা কর যে,
আমি তাকে কতটা ভালবাস।
.
এরপরও যদি সে আমাকে ফিরিয়ে দেয়।
তাহলে তাকে ভালবাসার নামে বিরক্ত
করো না।ভেবে নিলাম ও আমার জন্য
নয়।

আল-কোরআন


“মানুষ মাত্রই পাপী আর
পাপীদের মধ্যেই
তাওবাকারীরাই
উত্তম।”
    —[আল-কোরআন]

যে তোমাকে বুঝতে চায় না

যে তোমাকে বুঝতে চায় না, তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না....
কারন সে তোমাকে কখনো বুঝতে চাইবে না..
বিনিময় - তুমি অনেক কষ্ট পাবে...

কেন এসেছিলে আমার জীবনে ?

আমি তো এরকম ছিলাম না ।কেন এসেছিলে আমারজীবনে ?তোমার তো আসার কোন কথাইছিল না ।আসলেই যখন আবার চলে গেলে কেন ?কেন আজ আমি এতএলোমেলো ?আগের মত কেন আমি আরহাসতে পারিনা ?কেন পারিনা আর আগের মত সপ্ন দেখতে ?কেন আজ জীবনেরমাঝপথে এসে মনে হয়শেষপ্রান্তে দাঁড়িয়ে আছি.........আমি জানি সব অপরাধ , সব ভুল আমার।জানি আমার জন্য তুমি অনেক কষ্টপেয়েছ ......এটাও জানি আমি তোমারবিশ্বাসেরমর্জাদা রাখতে পারিনি । কোখায় জেনশুনেছিলাম-"ভালো বাসতাকে যে তোমাকে কষ্ট দেয়।"কথাটা কী তাহলে ভুল ছিল ?তোমার এই মিথ্যুকটা আর এখন মিথ্যা বলতে পারে না ।আমাকে তুমি যতটুকুবুঝতে পারো অন্যকেউ তো এতটা পারে না ।তাহলে কেন এত অভিমানকরে আছ? আবার সব ভুলে একটা বারতুমি আসবে ফিরে ?আর একটাবারকী আমাকে বিশ্বাস করবে ?তুমি দেখ আমি তোমাকে অনেকযত্ন করে ভালোবাসবো । আমার সব ভালোবাসাইযে তোমার জন্যতুলে রেখেছি.........আমাকে তুমি যে শাস্তিই দাওনা কেনআমি মাথা পেতে নেব. কেনতুমি আমাকে একা করে দূরে চলে গেলে,তোমায় ছাড়া বড় অসহায়আমি ...........

I Love You


হইত আমার কাছে নেই মিষ্টি কথার ফুল জরি,হয়তো নিতে পারবনা তোমায় স্বপ্নপুরী,আছে ছোট্ট একটা মন,সেই মনে তোমায় রাখব সারা জীবন।
But I Love You (~_~)

আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে

আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
আমি সব কাজ করতে পারি
শুধু কেউ খাবার সময় পাশে বসে
একবার জিজ্ঞেশ করুক
জল লাগবে কিনা!!!!!

আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
কেউ শুধু একবার এসে বলুক
তোমার চোখে জল কেন?????

আমি বলিনি আমাকে আচল দিয়ে
চোখের জল মুছে দিতে হবে
আমি শুধু বলি
কেউ এসে একবার বলুক
আর কেদোনা ……

ফিরে আসার অপেক্ষা করবে

তুমি ফিরে আসবে আবার আমার
জীবনে এই বিশ্বাস যেদিন
ভেঙ্গে গেছে - সেদিন
থেকে হয়তো নিজেকে পুনরায়
সাজাতে অনেক চেষ্টা করছি,
বাঁচার চেষ্টা করছি জানি না কতটা পেরেছি তবে জীবনের
কাছে হার মানিনি - তবু ও
মাঝে মাঝে তোমার নিষ্পাপ
মুখটির
পেছনে লুকিয়ে থাকা ছবিটার
কথা মনে হলেই আমার সবকিছু এলোমেলো হয়ে যায় - বুকের
মাঝে জমে থাকা কষ্ট গুলো অশ্রু
হয়ে দু’চোখ বেয়ে নেমে আসে -
বুঝে উঠতে পারি না এই অশ্রু
গুলো কিসের - তোমার
মিথ্যা ভালোবাসার অভিনয়ের না আমার স্বপ্নগুলো হারানোর - শুধু
বলব তুমি আমার
পৃথিবীটা চিনতে ভুল
করেছ - হয়তো কোন একদিন
তুমি যাকে ভালোবাসবে সে তোমার
কষ্টটা অনুভব করবে না সেও তোমার পৃথিবীটা চিনতে ভুল করবে - আর
তখন
হয়তো বুঝতে পারবে ক্ষত বিক্ষত
হৃদয়ের বেদনাগুলো -
বুঝতে পারবে সব
কিছু থাকার পরও কি জেন একটা নেই -
অদ্ভূত শূণ্যতায় প্রতিক্ষীত মানুষের

www.facebook.com/mahfuzur.rahman2015

মাঝে মাঝে ঘুমহীন, রাতগুলো অসম্ভব কষ্ট দেয় আমাকে,,

সবাই বলে ভালোবাসার মানুষটা চলে গেলে না কি মানুষ একা হয়ে যায় ..
কোথায় আমি তো একা হয়ে যাই নি ,,,
তবে প্রায় সময়ই মনে হয় একটা কিছু হারিয়ে গেছে আমার জীবন থেকে,,